তৃণমূল কংগ্রেসত যোগদান

নিজ খবরিয়া —- উত্তর দিনাজপুর : এইবারে কোন ধর্মের উসকানিত ভোট হবে না এইবারে রাজ্যের মুখ্যমন্ত্রী যেইটা উন্নতির কাথা কয়া দিসেন ওমার কাথা অনুযায়ী ভোট হবে। রাজ্যের মূখ্যমন্ত্রীর উন্নয়নত অনুপ্রাণিত হয়া বিজেপির গড় বলি পরিচিত কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈইল অঞ্চলের অধিন বালাশ,সুরষা,মনোহরপুর এলাকার ১৩০ জন বিজেপি কর্মি সমর্থকলান কনক সরকারের নেতৃত্বত তৃণমূল কংগ্রেসত যোগদান করে।বিসতিবার কালিয়াগঞ্জ স্টেশন লাগেয়া ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ত এইটা যোগদান শিবির হয়।

এদিনা রায়গঞ্জ লোসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যানীর হাত ধরিয়া যোগদান হয়। এইটা যোগদান শিবিরত অইন্যলার মধ্যত উপস্থিত আছিলেন রাজ্যের সম্পাদক অসীম ঘোষ, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা সাথত অইন্যলা।লোকসভা নির্বাচনের আগত এইটা যোগদানের তানে বালাশ, সুরষা, মনোহরপুর এলাকাত তৃণমূলের শক্তি বৃদ্ধি হইল বলি জানাইল কৃষ্ণ কল্যানী।

Spread the love