শিলিগুড়ি, ২০ এপ্রিলঃ দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনত শিলিগুড়িত পদযাত্রা করিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
শনিবার শিলিগুড়ির মাল্লাগুড়ি থাকি হাসমি চক পর্যন্ত পদযাত্রা করিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।পদযাত্রায় উপস্থিত আছিলেন মেলা তৃণমূল নেতৃত্ব আর কর্মী সমর্থকলা।
এদিনা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কন , আইসা ২৬ এপ্রিল রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং জেলায় আছে দ্বিতীয় দফার নির্বাচন।গোপাল লামার সমর্থনত আজিকার এইটা মিছিল।মমতা ব্যানার্জির কামের ভিত্তিত হামা বাংলার মানষিক তৃণমূলের প্রার্থীলার জয়ী করিবারভ আবেদন জানাইছি।বিজেপির বিরুদ্ধত লড়াইয়ত দার্জিলিং লোকসভার মানষি হামারলার প্রার্থীক সমর্থন করিবেন।