নিজ খবরিয়া—- উত্তর দিনাজপুর : তৃণমূলের ভোটের প্রচারমূলক ব্যানার, ফেস্টুন ছেঁড়া আর চুরির অভিযোগ উঠিল কালিয়াগঞ্জত।ওইটা ঘটনাত কালিয়াগঞ্জ শহরের দুইটা মানষিক গ্রেফতার করিল পুলিশ। ওমার নাম চন্দন রায়, বাড়ি শেঠ কলোনি এলাকাত । অইন্য জনের নাম জীবন জোয়ারদার, বাড়ি গুপ্তপাড়া এলাকাত। শহর তৃণমূল সভাপতি রাজীব সাহার অভিযোগের ভিত্তিত শনিবার সাকালে শহরের গুপ্তপাড়া মোড় থাকি দুই জনকাক গ্রেফতার করিল পুলিশ। কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায় কন শনিবার সাকালে ধরা পরা মানষিলাক রায়গঞ্জ জেলা আদালত তুলা হইছে।