নিজ খবরিয়া,ফালাকাটা : আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রত তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইকের সমর্থনত সমবার ফালাকাটা গ্রামীন ব্লক তৃণমূল কংগ্রেসের পইক্ষ থাকি জটেশ্বরত নির্বাচনী প্রচারের তানে রোড শো করিবার আসিছেন অভিনেতা দেব।তৃণমূল কংগ্রেস দলীয় সূত্র থাকি জানাগেইছে , অভিনেতা দেব অধিকারী হেলিকপ্টার করিয়া জটেশ্বরত নামিবেন বেলাভাটি তিনটা নাগাদ। পরে ওমা ফালাকাটা-বীরপাড়া জাতীয় রাস্তার কাজলী হল্ট থাকি জটেশ্বর ডেনারপুল পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রোড শো করিবেন। সাথত থাকিবেন প্রার্থী প্রকাশ চিক বড়াইক। অভিনেতা দেব অধিকারী রোডশোটাক কেন্দ্র করিয়া ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের পইক্ষ থাকি দেওবার সাজায় তুলা হইছে হোর্ডিং,ব্যানার, ফ্ল্যাগত গটায় জটেশ্বর চত্বর। অভিনেতার তানে জটেশ্বর হাই স্কুলের মাঠত তৈরি করা হইছে হেলিপ্যাড।
ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় দাস কন ,ফালাকাটা গ্রামীন ব্লকের ১০টা অঞ্চলের হাজার হাজার কর্মীসমর্থক এইটা রোড শোত ঠ্যং মিলাবেন। প্রকাশ দা সগার প্রিয় ,এইবার হামা বিপুল সংখ্যক ভোটত জয়লাভ করিবার যাছি। ওইটার ইঙ্গিত এইটা রোড শো থাকি দিবার যাছে তৃণমূল সদস্যলা।