তুফানগঞ্জঃ ছাওয়াক নিয়া রাতিত বিরাইসলেন মা । সারারাতি খুঁজছিলেও খোঁজ পাই নাই ।বাড়ি বগলত রায়ডাক নদী। শনিবার সাকালে নদীর ধারত মাকে জীবিত অবস্থাত পাইলেও দেড় বছরের ছাওয়ায় খোঁজ নাই ।
ঘটনাটা ঘটিছে তুফানগঞ্জ ১ নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের ভিতিরাত কামাত ফুলবাড়ির কুটিপাড়া এলাকাত। ভোটের রেশ কাটতি না কাটতেই এধরনের ঘটনাযত রীতিমত গাপাগুপি ছাড়াইসে ।ছাওয়ার নিখোঁজের খবর পায়া ঘটনার জাগাত পৌঁছান তুফানগঞ্জ থানার পুলিশ আর বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীলা ।
উমরা নদীত নামি টানা তল্লাশি চালালেও খবর প্রাকাশিত হত্তয়া পর্যন্ত খোঁজ পাওয়া যায় নাই ছাওয়াটার। তুফানগঞ্জ থানা সূত্রত জানা গেইছে, জিজ্ঞাসাবাদের জইন্য ছাওয়া মাক আটক করি থানাত নিয়ে যাওয়া হচে। গোটা বিষয়ে খতায়া দেখেছে পুলিশ।