নিজ খবরিয়া ,দিনহাটা : ভোটের প্রচার শেষ করিবার পর তৃণমূল কংগ্রেসের গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধত অইন্যপাখায় বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বলা বাইরত থাকি মানষি নিয়া আসিয়া গ্রামের মানষিলাক তৃণমূল কংগ্রেসক ভোট দিবার তানে হুমকি দিছে। তার বাদে গ্রামের মানষিলা ক্ষেপিয়া যায় তৃণমূলের ওপরাত । ঘটনাত দুইজন তৃণমূল কর্মী আহত হইছেন বুলি দাবি তৃণমূলের।
ঘটনায় গাপাগুপা ছড়িয়া পরে দিনহাটা ২ নং ব্লকের শালমারা গ্রাম পঞ্চায়েতের নোটাফেলা এলাকাত। ঘটনার বিবরনত জানা যায়, আজি সাকাল থাকি শালমারা গ্রাম পঞ্চাইতের তৃণমূল কংগ্রেস প্রচার কর্মসূচি চলেছিল। উপস্থিত আছিলেন দিনহাটা ২ নং ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়দীপ ঘোষ , অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায় আর অইন্যলা। প্রচার শেষত করিয়া ওমা বাড়ি যাবার সময় ় নোটাফেলা এলাকাত ওমার গাড়ি আটকেবার চেষ্টা করে একদল দুষ্কৃতি। দুষ্কৃতীলা সশস্ত্র অবস্থাতে আছিলেন বুলিয়া জানা যায়। ঘটনার জাগাত একটা গাড়ি ভাঙচুর করার সাথত দুইজনকাক মারধর করা হয় বুলিয়া অভিযোগ। খবর পায়া ঘটনাজাগাত আইসে সাহেবগঞ্জ থানার পুলিশ। দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানাই হামার যেলা গাড়ি বাইর হবার ধইছিল হামার গাড়ি আটকে বার চেষ্টা করে কিন্তুক মুই বেরিয়া যাবার পরে গাড়িত আক্রমণ করে বিজেপির দুষ্কতিলা। গাড়ির ভেতর থাকা দুইজন আহত হইছে।
পুলিশ প্রশাসনের কাছত হামা জানাইছি আর সুবিচারের আশা করেছি। অভিযোগ অস্বীকার করিয়া বিজেপি নেতৃত্ব তরণীকান্ত বর্মন কন “উদয়ন গুহ বাইরত থাকি লোক নিগা আসিয়া গ্রামের মানষিলাক তৃণমূল কংগ্রেসত ভোট দিবার তানে হুমকি দিছিল। এলাকাটাক উত্তপ্ত করিছে তৃণমূল কংগ্রেস ওইটা বুঝিবার পায়া গ্রামের মানষিলা ক্ষেপিয়া যায়া তৃণমূলীলাক তাড়া করে। বিজেপি এইটা ঘটনার সাথত কোনভাবেই যুক্ত নাই ়”।সামনত লোকসভা নির্বাচন আর এইটা লোকসভা ভোটটাক কেন্দ্র করিয়া আরো উত্তপ্ত হয়া উঠিছে দিনহাটা বিধানসভার নাখান এলাকা। এর আগত সালমারা অঞ্চলত রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বারবার সামনত আসিছে। এইবারের লোকসভা নির্বাচনত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকিবে বুলি খানিকটা স্বস্তিত আছে গ্রামের মানষি।