আইপিএলের মইধ্যতে বেছি নেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল

নিউজ ডেস্ক,৩১ মার্চ: আইপিএলের মইধ্যতে বেছি নেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল,
আইপিএল শেষ হইতেকালেয় আরাম্ভ হয়া যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওইটা দলত কায় সুযোগ পাবে ওইলা নিয়া কাথা চলেছে। এইটার মইধ্যতে জানা গেইল, যে কোন দিনায় ভারতের দল ঘোষণা হবার পারে।
জানা গেইল, এপ্রিলের শেষ সপ্তাহত ভারতের দল ঘোষণা হবার পারে।

আইসিসি-র কাছত দল পাঠেবার শেষ তারিখ ১ মে। তার আগত ঘোষণা করা হবে দল। ২৫ মে পর্যন্ত দলত বদল করা যাবে।
বোর্ডের একজন কর্তা সংবাদ সংস্থাক কইছেন , “এপ্রিলের শেষ সপ্তাহত কোনও একটা সময়ত ভারতত দল নির্বাচন হবে। আইপিএলের পত্থথ পর্ব সেলা শেষ হয়া যাবে। যায় যায় দলত ঢুকিবার দৌড়ত আছে উমার ফর্ম আর ফিটনেস সম্পর্কত একটা আন্দাজ পায়া যাবে জাতীয় নির্বাচকলা।”

ওইটা কর্তার সংযোজনত, “১৯ মে আইপিএলের লিগ পর্ব শেষ হবার পাছত মেলা ক্রিকেটার নিউ ইয়র্কের উদ্দেশত রওনা দিবে। যার দল প্রথম চারত শেষ করিবার না পাবে ওমা আগত আমেরিকাত যাবে। বিতা বারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালত ওইটায় হইছিল।”

বিশ্বকাপের দলত সম্ভাব্য হিসাবে যেইলা মানষি আছে, ওমাককি কোনও নির্দেশ দিছে বোর্ড। ওইটাবসূত্রের দাবি, “যদি কেন্দ্রীয় চুক্তিত থাকা আর সম্ভাব্য ক্রিকেটারলা কাহ চোট পায়, তাহলে উমাক এনসিএ-ত যাবার নির্দেশ দেওয়া হবে। ক্রিকেটারলা কতলা ম্যাচ খেলাবে তা নিয়া নির্দেশ দেওয়ার অধিকার বোর্ডের নাই।”

Spread the love