উদ্ধার হইল ভেইল্লা নিষিদ্ধ কাফ সিরাফ

ভাস্কর রায় — কালিয়াগঞ্জ, উত্তরদিনাজপুর: লোকসভা নির্বাচনের আগত হেমতাবাদের দুধুন্ডা থাকিয়া উদ্ধার হইলেক ভেইল্লা নিষিদ্ধ কাফ সিরাফ।

শনিবার সাকালে গোপন সূত্রত খবর পায়া দুইটা অটোত ৯৯৬ বোতল নিষিদ্ধ কাফ সিরাফ আটক করিল হেমতাবাদ থানার পুলিশ। রায়গঞ্জ বালুরঘাট রাইজ্য সড়ক দিয়া কালিয়াগঞ্জত আইসার রাস্তাত দুইটা অটোক আটক করে পুলিশ। ঘটনার জাগাত থাকিয়া পালে যায় দুইটা অটো ড্রাইভারে । হেমতাবাদ থানার আইসি সুজিত লামার নেতৃত্বত চলে তল্লাশি ঘটনা।জাগাত আইসে এসডিপিও রাজীব কুমার।

নিষিদ্ধ কাফ সিরাফ পাচারের কামত কায় যুক্ত আছে, কোঠে নিয়া যাবার ধরিছিলো এইলা নিষিদ্ধ কাফ সিরাফ তার তদন্ত শুরু করা হইছে বুলিয়া কয় এসডিপিও রাজীব কুমার।

Spread the love