নিজ খবরিয়া, উত্তর দিনাজপুর : আইসা নির্বাচনের তানে শুকুরবার গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকাত SST এর নাকা চেকিং চলিবার সমায় একটা ছোটো গাড়ি থাকি উদ্ধার হইল মেল্লা পরিমাণত নগদ টাকা। এইটা ঘটনা নিয়া এলাকাত গাপাগুপা শুরু হইছে। পুলিশ থাকি জানা গেইছে শুকুরবার ডালখোলার একটা ট্রাক্টর শোরুমের একজন কামলা গোয়ালপোখর সাথত আরও মেলা নাখান এলাকাত কালেকশন করি ডালখোলার উদ্দেশ্যত যাবার ধইছিল। সেলায় গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকাত SST এর নাকা চেকিং চলিবার সমায় গাড়িখানত তল্লাশি চালাইলে একটা ব্যাগ থাকি ২৩ লক্ষ্য টাকা উদ্ধার হয়।
খবর পায়া ঘটনাজাগাত আইসে গোয়ালপোখর থানার আইসি, এন টি ভুটিয়া আর ব্লক প্রশাসনের আধিকারিকলা। টাকা কালেকশনের ঠিক নথিপত্র না দেখেবার পারার তানে টাকাগিলা বাজেয়াপ্ত করিয়া রায়গঞ্জ ইনকাম ট্যাক্স দপ্তরের হাতত তুলি দেওয়া হয় বলি জানা গেইছে।