নিজ খবরিয়া ,সিতাই: “তোমারালা খোঁজ নিয়া দেখিবার পারেন,২০১৯ সালত যেলা হামার গটায় এলাকাত নিশীথ প্রামানিক জিতিছিল, তোমারলার নাটাবাড়িতেও ১৬,১৭, আর ১৮ হাজার ভোটত আগায়ছিল। সিতাইত নিশীথ প্রামানিক ৩৪ হাজার ভোটত হারিছিল। বিতা জানুয়ারি মাসত মুই শিক্ষকতার কাম থাকি অবসর নিছু । শিক্ষকতা আরেক পাখায় জন প্রতিনিধির দায়িত্ব ।
মানষিলার কাছত সঠিক ভাবে পরিশেবা পৌঁছায় দিছি বুলিয়া ২০২১ সালত সৌগ বিধানসভাতে হামরা হারি গেছি। তোমারলার মন্ত্রীও হারি গেইছে।মুই কিন্তূ হারো নাই”। লোকসভা নির্বাচনের প্রচারত আসিয়া কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের নানান নাখান এলাকাত প্রচারত আসিয়া এইটা মন্তব্য করিলেন সাথত থাকা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষক বগলত বসেয়া।