কালিয়াগঞ্জের কুনোর ভারত সেবাশ্রম সংঘের দুই দিন ব্যাপী বছরকিয়া মহা উৎসব

ভাস্কর রায় ,কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর

পত্তিবছরের নাখান এই বছরতও কালিয়াগঞ্জের কুনোর ভারত সেবাশ্রম সংঘের দুই দিন ব্যাপী বছরকিয়া মহা উৎসবের আয়োজন করা হইছে।বিসতিবার সাকালে বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।শোভাযাত্রাত উপস্থিত আছিলেন কুনোর ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি জ্যোতিরময়ানন্দ মহারাজ,বিশ্বদেব মঠের স্বামীজি শিবাত্মানন্দ মহারাজ, পঞ্চাইত সমিতির সভাপতি হিরন্ময় সরকার,জেলা পরিষদের কর্মাধক্ষ্য নিতাই বৈশ্য সহ আরও ভেইল্লা মানষি। ইয়ার পাছত আচার্যদেবের মহা অভিষেক পূজারতি, অন্নকিট ভোগ নিবেদন আরও হিন্দুধর্ম সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের বাদে ভেইল্লা মানষির সমাগম হয় আশ্রমত।

Spread the love