নিজ খবরিয়া , কোচবিহার ০৯/০৪/২৪ : কোচবিহারত নির্বাচনী প্রচারত আসিয়া জনপ্লাবনত ভাসিলেন সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।
আইসা ১৯ শে এপ্রিল কোচবিহারে পত্থম দফাত লোকসভা নির্বাচন অনুষ্ঠান হবে। সেইটার উপলক্ষত জোরকদমে প্রস্তুতি শুরু করিছে সৌগ রাজনৈতিক দলগিলা। প্রচারত ঝড় তুলিবার এইবার সেলিব্রিটিলা প্রচারত নামিলেন তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার দিন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়ার সমর্থনত নাটাবাড়ি এলাকায় রোড শো করেন সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।
এদিনা এইটা রোড শোক কেন্দ্র করিয়া উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নাটাবাড়ি এলাকাত। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থাকি শুরু করিয়া সাধারণ মানষিলার ভিড় জমায় দেবক দেখিবার তানে। এদিননা এইটা রোড শোতে উপস্থিত আছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া, তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক সাথত অইন্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বলা।
এইটা রোড শোক কেন্দ্র করিয়া কোনো রকম অপ্রিতিকর ঘটনা এড়েবার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এলাকাত।