ক্রান্তিত তৃনমূল কংগ্রেসত যোগদান করিল ৭৫ টা পরিবার

নিজ খবরিয়া,ক্রান্তি:,৬এপ্রিল: ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চাইতের আনন্দপুর নয়া লাইন এলাকাত ৭৫ টা বাড়ির প্রায় ২৫০জন ভোটার বিজেপি আর সিপিআই-এম ছারিয়া তৃণমূল কংগ্রেসত যোগদান করিল ।

এদিনা তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলি দেন ক্রান্তি ব্লক সভাপতি মহাদেব রায়। উপস্থিত আছিলেন পঞ্চাইযত সমিতির সভাপতি পঞ্চানন রায়, রাজাডাঙা প্রধান সঞ্জয় ওরাওঁ, উপপ্রধান মিন্টু ওরাওঁ সাথত অইন্য নেতৃত্বলা।

এদিনা মহাদেব বাবু জানাইল কেন্দ্রের সরকারের বঞ্চনা সাধারণ মানষিলা বুঝিবা পায়া আজি হামার পার্টিত যোগদান করিল। এইটা প্রসঙ্গত বিজেপি জেলা সভানেত্রী দীপাবলি জানাইল যেইলা মানষি যোগদান করিছে হামার ভারতীয় জনতা পার্টির না হয়। ভোট আসিছে তার বাদে মানষিলাক দেখেবার তানে নিজের দলের মানষিলার হাতত পতাকা তুলি দিচে।

Spread the love