চোলাই আরও বেআইনি মদ বিরোধী অভিযানত নামিল পুলিস আর আবগারি দপ্তর।

সংবাদ দাতা, ফালাকাটা: চোলাই আরও বেআইনি মদ বিরোধী অভিযানত নামিল পুলিস আর আবগারি দপ্তর। বিসতিবার বেলাভাটি প্রায় ৩টা নাগাদ গোপন সূত্রত খবর পায়া ফালাকাটা ব্লকের শালকুমার গ্রামপঞ্চায়তের খাউচাদ পাড়া এলাকার ভালে কয়টা বাড়িত আর মাদারিহাট থানার ভিতিরা উত্তর ছেকামাড়ি আর মইধ্য খয়ারবাড়ি এলাকাত তল্লাশি চালেয়া মেলা চোলাই আরও বেআইনি মদ উদ্ধার করিল ফালাকাটা , মাদারিহাট থানার পুলিস আর বীরপাড়া,জয়গাও আবগারিদপ্তর ।জানাগেইছে, যৌথবাহিনীর পইক্ষ থাকি এইদিনকা বাজেয়াপ্ত বেআইনি আর চোলাই মদ নষ্ট করি দেওয়া হয়।এই ব্যাপারে আবগারি দপ্তরের বীরপাড়ার ওসি দীপক কুমার সাহা কন, খাউচাদ পাড়াত ৮৯০০লিটার চোলাই সামগ্রিক ও ১৯০ লিটার চোলাই নষ্ট করিবার সথে সথে ৫টা পিতলের হাঁড়িও বাজেয়াপ্ত করা হয়। একেয় ভাবে বাকি দুই জায়গা থাকি ১৫০০লিটার চোলাই সামগ্রিক, ৩০লিটার চোলাই নষ্ট করিবার সথে সথে ৫টা পিতলের হাঁড়ি বাজেয়াপ্ত করা হয়। সগায় পালে যাবার তানে এলাও এই ঘটনার সথে জড়িত কাহকো গ্রেপ্তার করা যায় নাই বুলিয়া উমরা কন।

Spread the love