দোল পূণ্ণিমার দিনা পিকআপ ভ্যানের ধাক্কা খায়া মৃত শিশুর পরিবারের সাথে দেখা করিলেন রাজগঞ্জের বিধায়ক

নিজ খবরিয়া,রাজগঞ্জ ২৮ মার্চ: দোল পূণ্ণিমার দিনা রাজগঞ্জের আমবাড়িত পিকআপ ভ্যানের ধাক্কা খায়া মৃত শিশুর পরিবারের সাথে দেখা করিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। বিসতিবার মৃত শিশুর বাড়িত যায়া পরিবারক সমবেদনা জানেবার বগলাবগলি উমার পরিবারের সাথে থাকিবার ভরসা দেন মানী বিধায়ক।  

প্রসঙ্গত বিতা সমবার  দুপুরা আমবাড়ির ৯ নম্বর কলোনি এলাকার হাতিমোড়ের দিক থাকিয়া পণ্য বোঝাই একটা পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারে ফেলেয়া রাস্তার পাশত থাকা সাড়ে তিন বছরের এক শিশুক ধাক্কা মারে। ওইটেকোনায় মৃত্যু হয় শিশুটার।এই ঘটনাত মানষিগিলা উত্তেজিত হয়া গাড়িখানত আগুন ধরেয়া দেয়।

খবর পায়া আমবাড়ি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলত পৌঁছায়। আগুন নিভিবার বাদে ঘটনাস্থলত পৌঁছায় দমকলের একটা ইঞ্জিন। পরিস্থিতি সামাল দিবার যায়া কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়। বিক্ষুব্ধ মানষিগিলা গাড়ির চালকক ধরি মাইরধোর করে। আহত গাড়ির চালকক চিকিৎসার বাদে হাসপাতাল প্যাটে দেওয়া হয়। পাছত ওই গাড়িচালক সুস্থ হয়া গেইলে ভোরের আলো থানার পুলিশ উয়াক গ্রেফতার করিয়া বুধবার জলপাইগুড়ি জেলা আদালতত পেশ করে।পুলিশ ওই ঘটনাত ইয়ারে মইধ্যে চারজনক গ্রেফতার করিছে।

হোপাকে ফির মৃতের পরিবার আরও পাড়াপস্শিরঘড় ধৃতমাষষিগিলার জামিনের সথেসথে পুলিশি হয়রানী বন্ধ করিবার বাদে বিধায়কেরটে দাবি জানাইছে। বিধায়ক খগেশ্বর রায় কন, এই কয়েদিনত একনা ব্যস্ত থাকাবার কারণে মৃতের পরিবারের সথে দেখা করিবার নাই পারে। দুর্ঘটনাত ছাওয়াটার মৃত্যুর ঘটনা খিবেয় কষ্টের কথা। পুলিশ যাতে নিরাপরাধ মানষিগিলাক হয়রানি না করে সেই ব্যাপারে পুলিশের সথে উমরা কথা কবে। কিন্তুক এইনাখান কোনো ঘটনা ঘটি গেইলে মানষি যাতে উত্তেজিত হয়া আইনক নিজের হাতত তুলি না নেয়, সেব্যাপারতও এলাকার মানষিগিলাক বুঝিবার নাগিবে।

Spread the love