২৮ মার্চ : লাটাগুড়ি: শৈলেন রায়: ধামসা বাজেয়া ভোট প্রচারত মাতিলেন জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। এইদিনকা সাকালে উমরা ক্রান্তি ব্লকের ভিতিরা মৌলানি গ্রাম পঞ্চায়েতের নানান এলাকাত প্রচারত হাজির হন। এলাকার শিব আরও কালী মন্দিরত পূজা দিয়া প্রচার আরাম্ভ করেন নির্মল বাবু।
এইঠেকার নানান এলাকাত কর্মী বৈঠক আরও পথসভাত উমরা বক্তব্য রাখেন । ইয়ার সথেসথে উমাক এলাকার মানষিগিলার সথে জনসংযোগ করিবারও দেখা যায় । এইদিনকার ভোট প্রচারত উপস্থিত আছিলেক ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়, ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণা রায়, বর্ষীয়ান তৃণমূল নেতা করুণাময় চক্রবর্তী সুদায় আরও ভেল্লা নেতা নেত্রী আর কর্মী ।
কর্মসূচির শেষত নির্মল চন্দ্র রায় কন, বিরোধীরঘরক উমরা দুবলা ভাবিবার না চায় । কিন্তুক ভোট প্রচারত বির হয়া উমরা ভালে সাড়া পাবার ধরিছেন । উমরা আরও কন যে, দেশের গনতন্ত্র রক্ষা করিবার বাদেয় মানষি তৃণমূল কংগ্রেসক ভোট দিবে।