শিলিগুড়ি,৫ এপ্রিল: লোকসভা নির্বাচনের আগত ফির দেশি পিস্তল আর ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হইল।শহর জুড়িয়া একটার পর একটা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাত উদ্বেগ বাড়েছে।বিসতিবার মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ অভিযান করিয়া শিবমন্দির এলাকা থাকি দেশি পিস্তল আর ২ রাউন্ড কার্তুজ সাথত গ্রেপ্তার করিল একজানকাক ।
জানা গেইছে,গোপন সূত্রত খবরের ভিত্তিত বিসতিবার শিব মন্দির রেলগেট লাগেয়া এলাকাত একটা মানষিক আগ্নেয়াস্ত্র খান বেচেবার উদ্দেশ্যত আসিছিল ওইটা মানষি। মানষিটাক আটক করিয়া তল্লাশি করিয়া ওমারটে হাতে উদ্ধার হয় একটা দেশি পিস্তল আর দুই রাউন্ড কার্তুজ । ঘটনা জাগা থাকি মানষিটাক গ্রেফতার করিয়া মাটিগাড়া থানাত নিয়া আইসে।ধরা পারা মানষিটার নাম প্রসন্ন বাগচী(২৫)। ওমা শিব মন্দির ইন্দিরা পল্লীত থাকে। এইটা ঘটনাত আরো কায় কায় জড়িত আছে ওলা নিয়া তদন্ত শুরু করিছে পুলিশ।ধরা পরা মানষিটাক আজি শিলিগুড়ি আদালত তুলা হইল ।