নিজ খবরিয়া, মাথাভাঙ্গা,২৭ মার্চঃ
শিলিগুড়িমুখি যাওয়া সরকারী বাস হাতে উদ্ধার হইলেক ৫ কেজি ৩০০গ্রাম গাঁজা । কিন্তুক এই ঘটনাত এলাও কাহকো গ্রেফতার করা হয় নাই।
বুধবার সাকালে মাথাভাঙ্গার পঞ্চাননমোড়ের বগলত নাকা চেকিং চলিবার সময়তে সিতাই হাতে শিলিগুড়ি যাওয়া একটা সরকারী বাস হাতে এই গাঁজা উদ্ধার হয়।
পুলিশ সূত্রে জানা গেইসে, পত্তিদিনের নাখান এদিনকাও নাকা চেকিং পোস্টত তল্লাশি চালাইসিলো মাথাভাঙ্গা থানার পুলিশ।ওই সময়তে সিতাই হাতে শিলিগুড়ি যাবার সমায় একটা সরকারি বাসত তল্লাশি চালেবার ধইরসিলো পুলিশ । কিন্তুক তামাল্লা ব্যাগের মালিক পাওয়া গেইলত্ত একটা ব্যাগের মালিক পাওয়া যায় নাই । পুলিশ ওই ব্যাগটা খুইলতে কালেয় ব্যাগটার ভিতিরা হাতে উদ্ধার হয় ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা। পরে পুলিশ ব্যাগটার মাললিকের খোঁজ করিলেও বাসত থাকা মানষিলার কাহয় ব্যাগটার মালিকানা স্কীকার করে নাই। পরে ব্যাগটা বাজেয়াপ্ত করিসে মাথাভাঙ্গা থানার পুলিশ।