পরীক্ষাত পাস করিবার না পায়া মরার রাস্তা বাছি নিল একটা গাবুর চ্যাংড়া

bagdogra news

নিজ খবরিয়া, ২৮ মার্চ, বাগডোগরা: পরীক্ষাত পাস করিবার না পায়া মরার রাস্তা বাছি নিল বাগডোগরা ভুজিয়াপানির একটা গাবুর চ্যাংড়া। গাবুর চ্যাংড়াটার নাম রোহিত দাস (১৫ বছর)। উমায় কেন্দ্রীয় বিদ্যালয়ের নাইন ক্লাসের ছাত্র আছিল।
জানা গেইসে, বুধবার উমার স্কুলত রেজাল্ট নিবার গেইসিল, কিন্তুক পাশ করিবার পারে নাই । বিসতিবার সাকালে থাকিবার ঘরের ভিতিরাত রোহিতক ঝুলন্ত অবস্থাত দেখিবার পায় বাড়ির মানষিলা। ঘিষ করি রোহিতক নামে আনিয়া শিবমন্দিরের একটা বেসরকারি নার্সিংহোমত নিয়া আসিলে ওইঠেকার কর্মরত ডাক্তারগিলা রোহিতক মৃত বুলিয়া ঘোষণা করে। পরে ঘটনার খবর পায়া উমার বাড়িত যায় বাগডোগরা থানার পুলিশ।

মরাদেহটা ময়নাতদন্তের বাদে উওরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালত পাঠাইসে পুলিশ। এইটা নিয়া গ্ৰামের মানষিলা সগায় ভাঙ্গি পড়িসে। উল্টাপাখে মৃত্যুর কারণ খোঁজ করিবার ধরিচে বাগডোগরা থানার পুলিশ।

Spread the love