নিজ খবরিয়া ,উত্তর দিনাজপুর: কালিয়াগঞ্জের বয়রাকালী অষ্টধাতু মূর্ত্তি প্রতিষ্ঠা দিবস পালন করা হইল নিষ্ঠা আর ভক্তি সহকারে মহা পূজার মইধ্য দিয়া। পত্তিবছরের নাখান আগত কালী পূজার রাতিত মা বয়রাকালীর বাৎসরিক পূজার জোগার হইলে ৬ এপ্রিল অষ্টধাতু মূর্ত্তির বাৎসরিক প্রতিষ্ঠা পূজার জোগার করা হয়া থাকে।
১৯৯৮ সালত ৬ ই এপ্রিল সৌগ ভক্তের চেষ্টাত মা বয়রারকালীর মাটির মৃন্ময়ী প্রতিমার বদলে অষ্টধাতু মূর্ত্তির প্রতিষ্ঠা করা হইচে।সেলা থাকি কালীপূজার রাতিত বাৎসরিক পূজা হইলেও ৬ ই এপ্রিল অষ্টধাতু মূর্ত্তির প্রতিষ্ঠা পূজা হয়া থাকে।
মহাপূজা উপলইক্ষ্যত মন্দির সাজেয়া তুলা হছে। কালীপূজার রাতিত ৫ রকমের মাছ, ৫ রকমের ভাজা সাথত ফল,মিষ্টান্ন দিয়া পূজা হয়া থাকে । ঠিক সেলায় নিষ্ঠা আর ভক্তি সহকারে পূজার জোগার করা হয়।পূজা শুরুর আগত ঢাক বাজেয়া আতসবাজি ফাটেয়া পূজার শুরু করা হয় বুলি জানাইল মন্দির কমিটির জামটিয়া সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র।পূজাক ঘিরিয়া মন্দির প্রাঙ্গনত মেলা ভক্তের ভির হয় এদিনা রাতিত ।