নিজ খবরিয়া,ফুলবাড়ি, ২৮ মার্চঃ ফুলবাড়িত গাছ থাকি উদ্ধার হইল এক গাভুর চ্যংড়ার মরাদেহা। বিসতিবার সাকালে ফুলবাড়ির ২নং গ্রাম পঞ্চায়েতের রাজীব পাড়া এলাকাত ক্যানেলের পাশত ফাঁকা জাগা থাকি গাভুর চ্যাংড়াটার ঝুলন্ত মরাদেহা উদ্ধার হইসে। মৃত ওই চ্যাংড়াটার নাম দেবাশীষ রায়, বয়স আনুমানিক ২০ বছর বুলিয়া জানা গেইসে।
মৃত চ্যাংড়াটার বাড়ির মানষিলারটে থাকি জানা গেইসে , বিতা মঙ্গলবার রাতীত বাড়ি থাকি বির হয়া আর বাড়ি আইসে নাই দেবাশীষ। রাইততে মেলা জাগাত খোঁজাখুজি করিয়াও খোঁজ পাওয়া নাই যায় দেবাশীষের। আজি সাকালে উয়াক একটা গাছত ঝুলন্ত অবস্থায় দেখা গেইসে।
ঘটনাস্থল থাকি মরাদেহাটা উদ্ধার করি ময়নাতদন্তের বাদে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালত পাঠাইসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাটার তদন্ত শুরু করিসে পুলিশ।