সঞ্জয় কুমার বর্মন,মাথাভাঙ্গা: বাইরত কাম করিবার যায়া মৃত্যু হইল একজন কামলার, শোকত ভাঙি পরিছে কামলাটার ঘরের মানষিলা।
মারা দেহাটা বাড়িত আসিতেকালে কান্দনত ভাঙি পড়িল উমার বাড়ির মানষিলা। জানা গেইছে শীতলকুচি ব্লকের দিঘির পাড়ের বাসিন্দা রিপন বর্মন কয়েক মাস আগত কেরেলাত রাজমিস্ত্রির কাজ করিবার যায়।পত্তিদিনের নাখান মঙ্গলবার রাইতত নিন্দ যায়।বুধবার সাকালে উমায় নিন্দ থাকিয়া না উঠিলে অইন্য কামলাগিলা ডেকাডেকি করে। অসুস্থ অবস্থাত উমাক বগলাবগলি হাসপাতালত ভত্তি করি দেয়।
হাসপাতালের চিকিংসক উমাক মৃত বুলিয়া জানাইছে। এই খবরটা বাড়িত পৌঁছাইতেকালে কান্দনত ভাঙি পড়ে উমার বনুস সথত বাড়ির মানষিলা। শুকুরবার দিঘির পাড়ের বাড়িত পৌঁছায় মৃত দেহ। এদিনা মৃত কামালার বাড়ির মানষিলার সাথত কথা কয়া পাশত থাকিবার আশ্বাস দিসে শীতলকুচির বিধায়ক বরেন চন্দ্র বর্মন।