বালুরঘাটত রামনবমী মহা উৎসাহে পালন করিলেন রাজ্য বিজেপির সভাপতি

বালুরঘাটঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতাকালি বালুরঘাটত সভা করিবার আসিয়া রামনবমী উদযাপন যথাযথ মর্যাদার সাথত পালন করিবার কাথা কইছিলেন। ওইটা লক্ষ রাখিয়া আজি বালুরঘাটত রামনবমী মহা উৎসাহে পালন করিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা আসনের প্রার্থী সুকান্ত মজুমদার।

প্রায় ৫০০ব্ছর পর এইবার প্রথম অযোধ্যায় নয়া রামমন্দিরত রামলালার প্রান প্রতিষ্ঠাক কেন্দ্র করিয়া ২০২৪ এর শুরু থাকি দেশভর রামলালার আবেগ আর উচ্ছাসে ভাসেছিল দেশ। তার বাদে এইবার রামনবমী সগার কাছত একটা আলাদা উৎসবত পরিনত হবে ওইটা আর আলাদা করিয়া কবার হবে না। তার উপরাত বিতাকালি খোদ মোদী যেঠে রামনবমী পালনের ডাক দিয়া গেইছেন। সেইটা ক্ষেত্রত বালুরঘাটত বিজেপি মহলত আলাদা উৎসাহ আর উদ্দিপনা লক্ষ করিবার মত। আজি সাকালে সুকান্তের নেতৃত্বত বিজেপির নেতা কর্মী সমর্থকলা বালুরঘাট শহরত সাড়ে তিন নম্বর মোড়ত জড় হয়া মিছিল শুরু করে।

রামনবমীর সেইটা মিছিল শহরের নাখান গুরুত্বপুর্ন রাস্তা দিয়া যাবার সময় রাস্তাত চলা মানষিলার উদ্দেশ্যত ফুলের পাপড়ি ছুড়ি রামনবমী পালন করিবার দেখা যায় সুকান্ত সাথত অইন্য নেতা নেত্রীলাক।আইসা ২৬ এপ্রিল বালুরঘাটত দ্বীতিয় দফাত ভোট। রামনবমীর আবেগকটাক কামত লাগেবার চেষ্টার কোন কসুর বাকি রাখিবার নারাজ সুকান্ত ওব্বিজেপি দল।

সুকান্ত জানাইল হিন্দু ধর্মের মানষিলা আজি রামনবমী পালন করেছে আরো অইন্য ধর্মের মানষিলাও আজি রামনবমীত সামিল হইছে। ওমা কন রাম সগার । সগায় রামনবমী শ্রদ্ধার সাথত পালন করে। এইবার প্রথম অযোধ্যায় রামনবমীত রামলালার দর্শন পাওয়া যাবে, যেইটা সগার কাছত একটু আলাদা আবেগের আছে। ওমার অভিযোগ কিছু রাজনৈতিক নেতা নেত্রী কিছু মানষির মধ্যত ভোট ব্যাংক বজায় রাখিবার বাদে রামক নিয়া ভয় দেখায়। কিন্তু রাম সবার কাছত শ্রদ্ধার আর পুজিত।

মুখ্যমন্ত্রী বার বার কইছেন ওমা দাংগা করিবে, এপ্রসংগত সুকান্তর বক্তব্য মুখ্যমন্ত্রী ওমা কইতে মনে হয় হিন্দুলাক বুঝায়ছেন, সুকান্তর দাবি মুখ্যমন্ত্রীক কিন্তু বুঝিবার হবে হিন্দুরা কুনো দাংগা করে না। ওমা আরো কইছেন হামার কাছত এনুগ কোন খবর নাই যে হিন্দুলাক মিছিল থাকি কুনু সময় কোন অন্যধর্মের প্রতিষ্ঠানের উপরাত আঘাত করা হয় না।

Spread the love