বাগডোগরা,৫এপ্রিল : শুকুরবার সাকালে ভয়ানক একটা এক্সিডেন্ট হইলেক রাস্তার উপুরাত ।বাগডোগরার এশিয়ান হাইওয়ে ২য়ের পানিঘাটা মোড়ত একটা চাইরচাকা গাড়ি আর পিকআপ ভ্যানের মুখামুখি সংঘর্ষের ঘটনাত আহত ১ জন।
জানা গেইছে, একটা মাছবোঝাই পিকআপ ভ্যান বিহার থাকিয়া শিলিগুড়ির পাখায় যাবার ধইছিল ।সেলায় পানিঘাটা মোড় হয়া ফ্লাইওভারত উঠার সময় দুটা গাড়ির সংঘর্ষ হয়।দুমড়িমুচুড়ি যায় চাইরচাকা গাড়িখান।ঘটনাত গুরুতর জখম হয় চাইরচাকা গাড়ির ড্রাইভার । আহতলাক উদ্ধার করিয়া উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ আরও হাসপাতালত নিয়া গেইসে। অইন্যপাখায় ঘটনার পরে পিকআপ ভ্যান ছাড়িয়া পালায় যায় ড্রাইভার ।খবর পায়া বাগডোগরা থানার পুলিশ ক্রেনের মাইধ্যমত গাড়ি দইটাক উদ্ধার করে।
আহত ড্রাইভার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মী আছিলেন বুলিয়া জানা গেইছে। আহত ড্রাইভারের ভুলের তানে এইটা ঘটনা হয় বুলিয়া জানাইল এলাকার মানষিলা। গটায় ঘটনার তদন্ত চালাছে পুলিশ।