মোজাম্বিকত নৌকাডুবি, মরণ অন্তত ৯০

নিজ খবরিয়া :মোজাম্বিকত মাছ ধরার নৌকাত বসিয়া চলেছিল বিপজ্জনক যাত্রা। আর তার বাদে ঘটিল বিপদ। নৌকাডুবিয়া মরণ হইল কমকরিয়া ৯০ জনের। হতাহতের সংখ্যা আরো বাড়িবার পারে বলি আশঙ্কা করা হচে। উদ্ধারকাম শুরু হবার পর থাকি মাত্র ৫ জনকাক জীবিত অবস্থাত পাওয়া গেইছে।
জানা গেইছে, নামপুলার পাখায় যাবার ধইছিল নৌকাখান । ছোট নৌকাত ১৩০ জন যাত্রী আছিলেন। হঠাৎ খবর ছড়ায়, যাত্রীলার মধ্যত একজন কলেরা আক্রান্ত। সেইটা কাথা শুনিয়া হড়াহুড়ি পড়ি যায়। নৌকা ছাড়িয়া পালেবার চেষ্টা করে মেলা যাত্রী। সাথে সাথে জলত ডুবি যায় যাত্রীলা। শুরু হয় উদ্ধারকাম।

নামপুলা প্রদেশের প্রধান জেমি নেটো জানাইল, নৌকাখান যাত্রী বহনের উপযুক্ত আছিল না। প্রতিকূল আবহাওয়ার কারণত উদ্ধারকাম ব্যাহত হচে। ছোট নৌকাত কেনং করিয়া এতলা মানষিক ওঠিবার অনুমতি দেওয়া হইল, সেইটা নিয়া তদন্ত চলেছে।

Spread the love