কৌশিক বর্মণ, কোচবিহার: লোকসভা নির্বাচনের প্রাক্কালে লক্ষাধিক টাকা উদ্ধার করিল পুন্ডিবাড়ি থানার পুলিশ।
জানা গেইছে, শনিবার দিন পুন্ডিবাড়ি থানার ভিতিরা বাশদাহ নথিবাড়ি এলাকাত ৩১ নং জাতীয় সড়কত নাকা তল্লাশি চালেয়া ১২ লক্ষ টাকা উদ্ধার করে নির্বাচনী নাকা তল্লাশির দায়িত্বত থাকা আধিকারিকলা। খবর পায়া ঘটনার জাগাত যায় পুন্ডিবাড়ি থানার ওসি হিমাদ্রী ঘোষ সুদা অন্যান্য আধিকারিকলা। পুলিশ সূত্রে জানা গেইছে, আইসা লোকসভা নির্বাচন উপলক্ষে সৌগ এলাকাত নাকা তল্লাশি চলেছে। এদিনকা বেলাভাটি নাকা তল্লাশিত এক ব্যক্তিরঠে হাতে নগদ নয় লক্ষ টাকা আর অপর এক ব্যক্তিরঠে হাতে তিন লক্ষ টাকা উদ্ধার করা হইছে। প্রসঙ্গত উল্লেখ করা যাছে, আইসা ১৯ এপ্রিল পত্থম দফার লোকসভার ভোট হবে কোচবিহারত।
সেই উপলইক্ষে ইয়ারেমৈইধ্যে সৌগ থানা এলাকাত নাকা তল্লাশি চালেবার ধরিছে পুলিশ আর ব্লক প্রশাসনের আধিকারিকলার নেতৃত্বত। ইয়ারেমইধ্যে অনেক নাকা চেকপোস্টত গাঁজা সুদ্দা নানান কিসিমের নেশার জিনিস উদ্ধার হইছে। নির্বাচন তক এই তল্লাশি বজায় থাকিবে বুলিয়া পুলিশ সূত্রে জানা গেইছে।