শিলিগুড়ি মহকুমার ভিতিরা ফাঁসিদেওয়ার মহানন্দা ক্যানালত একটা মানষির মরাদেহ উদ্ধারের ঘটনাত চেঁচামেচি ছড়াইল

মিনি রায়,৩০ মার্চ, ফাঁসিদেওয়া: শিলিগুড়ি মহকুমার ভিতিরা ফাঁসিদেওয়ার মহানন্দা ক্যানালত একটা মানষির মরাদেহ উদ্ধারের ঘটনাত চেঁচামেচি ছড়াইল ।

শনিবার ফাঁসিদেওয়া ব্লকের মহম্মদ বক্স লগত মহানন্দা নদীত মরাদেহাটা ভাসি আইসে।অল্প সময়ত গোটা এলাকাত চেঁচামেচি ছড়ি পড়ে। ঘটনার খবর পায়া ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনার জাগাত যায়া মরাদেহটা উদ্ধার করিয়া উত্তরবঙ্গ মেডিকেল কলেজ আরও হাসপাতালত প্যাঠাইসে। মরা মানষিটার নাম পরিচয় এলাও জানা নাই যায়।

কেনুং করিয়া ওই মানষিটার মৃত্যু হইল ওইটার তদন্ত শুরু করিবার ধইসে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

Spread the love