নিজ খবরিয়া,২৮ মার্চ, শিলিগুড়ি :উত্তর বঙ্গত এই পত্থম মেডিক্যাল ইক্যুইপমেন্ট মল নিয়া আসিল এস আই সার্জিক্যাল। এই পত্থথম বার উত্তরবঙ্গের শিলিগুড়িত এই মল তৈরি হবার ধরিছে। এলা হাতে আর অইন্য রাইজ্যত যাবার না নাগিবে মেডিকেল ইকুইপমেন্ট কিনিবার বাদে। শহর শিলিগুড়িতেয় পাওয়া যাবে অত্যাধুনিক মেডিকেলে ইক্যুইপমেন্ট।
বিসতিবার সাংবাদিকগিলার মুখামুখি হয়া এস আই সার্জিক্যালের সি ই ও সঞ্জয় মুখার্জি কন , এস আই সার্জিক্যাল ২০০৬ সালে পথ চলা আরাম্ভ করিছে। একটা ছোট জাগা হাতে উঠি আসিয়া হামার এই ইক্যুইপমেন্ট মল ।কলিকাতাত পত্থম ৪০ বর্গ ফুটের একটা ছোট্ট জাগা হাতে উঠি আসিয়া এই মল।
হামার উদ্দেশ্য আছিল ওয়ার্ল্ড ক্লাসের ইক্যুইপমেন্ট তৈয়ার করা আরও দেশে-বিদেশত রপ্তানি করা। ভারত সহ আরো চল্লিশটা দেশত হামার এই ইক্যুইপমেন্ট মল আছে। এইবার আর যাবার না নাগিবে কলকাতা । তোমারল্লার নিজের শহর শিলিগুড়ির ফুলবাড়ীত প্রায় 10000 বর্গ ফুটের এই মলত সৌগে পাবেন। এলা হাতে আর বায়রাত কোনঠে যাবার না নাগিবে, সৌগে পাবেন এইটেকোনায় এই মলের একে ছাদের তলত।