নিজ খবরিয়া, শীতলকুচি : লোকসভা নির্বাচনের প্রচারত নামিয়া পড়িছে রাজনৈতিক দলগিলা। শীতলকুচির পূর্ব শীতলকুচি গ্রামের মানষিলা লোকসভা নির্বাচনত সেতু নির্মাণটাক মূল দাবি করিছেন । বিতা একমাস আগত একটা পাথর বোঝাই ডাম্পার রথেরডাঙ্গা সেতুর উপরত উঠিলে ভাঙি যায় সেতুখান। তার বাদে বিপদের মুখত পরিছে গ্রামের কয়েক হাজার মানষি ।
প্রশাসনের তরফ থাকি বিকল্প রাস্তার আর বাঁশের জাঙালের ব্যবস্থা করা হইলেও সমস্যার পুরা সমাধান হয় নাই। শীতলকুচি-সিতাই সড়কত দমকল কেন্দ্রের সামনাত কাঁচালেরডাঙ্গা হরিমন্দির হয়া রাস্তাখান বিকল্প রাস্তা করিয়া সংস্কার করে ব্লক প্রশাসন । গ্রামের মানষিলা জানাইসেন, ওইটা রাস্তা দিয়া ছোট যানবাহন চলাচল করিবার পারে।
কিন্তু , বড় যানবাহন গিলা বিডিও অফিস ভায়া হয়া প্রায় পাঁচ কিমি রাস্তা ঘুরিয়া যাবার হয়। তারাতারি সেতু নির্মাণ না হইলে ভোগান্তি বাড়িবে। মূলত, রথেরডাঙ্গা , ছোট শালবাড়ি, বানিয়াটারি সাথত আরো কয়েকটা গ্রামের মানষি এইটা সেতু দিয়া শীতলকুচির সাথত যাতায়াত করে।
পাড়ার মানষি সুশান্ত বর্মন জানাইল সেতু ভাঙিয়া পড়ার তানে মেলা দূর ঘুরিয়া যাওয়া আইসা করিবার হচে। জমিত চাষ করা কৃষিপণ্যগিলা বেচেবার বাদে বাজারত নিয়া যাইতে সমস্যা হয়। লোকসভা নির্বাচনত গ্রামের নেতারা ভোট চাবার আসিলে হামা তারাতাড়ি সেতু নির্মাণের দাবি জানামো। বিষয়টা নিয়া বিজেপির শীতলকুচি বিধানসভার কো-কনভেনর কনকচন্দ্র বর্মন কন, লোকসভা নির্বাচনত মানষিগিলা বিজেপিক আশুর্বাদ করিলে হামা সাংসদের কাছত সেতুর দাবি জানামো। অইন্য পাখায়, বিষয়টা নিয়া তৃণমূল কংগ্রেসের
শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ কন , বিতা পাঁচ বছরত বিজেপির সাংসদ আর বিধায়ক এলাকাত কোনো উন্নয়ন করে নাই। এলা সাধারণ মানষিলা এইবার আর ভুল করিবে না । লোকসভাত হামার প্রার্থী জয়ী হইলে রথেরডাঙাত সেতু নির্মাণ হবে।