শ্বশুর বাড়ি থাকি বাড়ির কইনার রক্তাক্ত মরাদেহ উদ্ধার

নিজ খবরিয়া, রায়গঞ্জ :হেমতাবাদের বামইর এলাকাত শ্বশুর বাড়ি থাকি বাড়ির কইনার রক্তাক্ত মরাদেহ উদ্ধারের ঘটনাত গাপাগুপা ছড়াইল বিসতিবার রাতিত। রাতি সাড়ে এগারোটা নাগাদ মরা দেহাখান উদ্ধার করিয়া হেমতাবাদ হাসপাতালত নিয়া আইসে হেমতাবাদ থানার পুলিশ। ওঠে হাতে পরে প্যাঠাইল রায়গঞ্জ মেডিক্যাল কলেজ আরও হাসপাতালের মর্গত। আজি শুকুরবার দুপুরত রায়গঞ্জ মেডিক্যালের মর্গত মরাদেহাখান ময়নাতদন্ত করা হবে৷

পুলিশ জানাইছে মরা মায়াটার নাম সোনালী হেম্ব্রম। মায়াটার মাথাত গুরুতর আঘাতের চোট আছে ৷ এইটা ঘটনার তদন্ত শুরু করিছে পুলিশ।

Spread the love