সীমান্ত পার হইবার যাইয়া গ্ৰেপ্তার ২ 

সীমান্ত পার হইবার যাইয়া গ্ৰেপ্তার

নিউজ ডেস্ক ,খড়িবাড়ি, ২৭ মার্চঃ

শিলিগুড়ি মহকুমার ভিতিরা খড়িবাড়ি ব্লকের ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি দিয়া অবৈধভাবে ভারতত আসিবার আগতে এসএসবির হাতত গ্রেফতার হইলেক একজন বাংলাদেশী সাথত নেপালের একজন নাগরিক । ধরা পড়া দুইজনার মইধ্যে আলমগীর হোসেন(৩৪) বাংলাদেশের বাসিন্দা আরও অনুপ তামাং(৩২) নেপালের কাকরভিটার বাসিন্দা বলি জানা গেইসে।

আরও জানা গেইসে যে, মঙ্গলবার নেপালের অনুপ তামাং বাংলাদেশী মানষিটাক নিয়া অবৈধভাবে নেপাল হাতে ভারতের সীমান্ত পার করিবার চেষ্টা করিসিলেক।ওইসমায় এস. এস. বি.-র ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানলার হাতত দোনোজনে ধরা পড়ে। উমাক পুছতালাস করাহইলে আলমগীর হোসেন স্বীকার করি নেয় যে, উমায় বাংলাদেশের বাসিন্দা। ইয়ার বাদে আলমগীরক গ্রেফতার করা হয়।আর আলমগীর হোসেন ভারতের ভিতিরা ঢুকিবার সমায় উমাক সাথ দিবার বাদে নেপালের বাসিন্দা অনুপকও গ্রেফতার করা হয় ।

Spread the love