হাতের নাগালত বিখ্যাত সংগীত শিল্পী তথা বিধায়ক “অদিতি মুন্সি” ওক পায়া খুশি ক্রান্তি ব্লকের মানষিলা

ক্রান্তি: ১০এপ্রিল: নিজ খবরিয়া : লোকসভাব নির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডঃ নির্মল চন্দ্র রায়ের সমর্থনত প্রচারত আসিলেন বিখ্যাত সংগীত শিল্পী তথা বিধায়ক অদিতি মুন্সি। হাতের নাগালত পায়া দেখিবার তানে সাধারন মনষিলা ভিড় করিছিল লক্ষ্য করিবার মতো।

বুধবার ক্রান্তি ব্লকের ঐতিহ্যবাহী চেকেন্দা ভান্ডারী মন্দিরত পুজা দিয়া পরে ক্রান্তি চেকেন্দা ভান্ডারী মাঠত একটা পথসভা করেন। এঠে উপস্থিত আছিলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহাদেব রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায়, জেলা পরিষদ সদস্য কৃষ্ণা রায়, যুব সভাপতি শাকিল হোসেন সাথত অইন্য নেতৃত্বলা।এদিনা ক্রান্তি ব্লকের চেংমারি গ্রাম পঞ্চায়েতের তালতলা ৩ টাত আর চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের দাসের মোড়ত ৪ টাত কীর্তন করিবার কাথা থাকিলেও গালার আওয়াজ বসি যাবার বাদে কীর্তন না করিবার বক্তব্য রাখেন। অদিতি মুন্সির গান শুনিবার তানে মানষিলার ভিড় জমি যায়। গান শুনিবার না পাইলেও ফটো তুলিবার দেখা মানষিলাক ।

অদিতি জানাইল যদি কোনদিন ক্রান্তি ব্লকত আরো আইসো গান শুনায় যাম। এদিনা প্রচারত আদিয়া ওমা সগারে কাছত দিদির হাত শক্ত করিবার অনুরোধ জানেবার বগলাবগলি নির্মল চন্দ্র রায়ক ভোট দিয়া জয়ী করিয়া দিদিকনউপহার দিবার তানে অনুরোধ জানাইল আর এইটা ক্রান্তি ব্লকের ঐতিহ্যবাহী চেকেন্দ ভান্ডারী মন্দির উন্নতির তানে দিদিক জানাবেন বলি জানায়।

Spread the love