৩১ নং জাতীয় সড়ক থাকিয়া এক রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

২৭ মার্চ : চালসা : শৈলেন রায়:
বুধবার সইন্ধ্যা সাতটা নাগাদ মেটেলি ব্লকেরচালসা-বাতাবাড়ি মুখী ৩১ নং জাতীয় সড়কের খরিয়ার বন্দর জঙ্গল এলাকাত রক্তাক্ত অবস্থাত এক ব্যক্তির দেহ উদ্ধার করিল মেটেলি থানার পুলিশ। এই ঘটনাত এলাকাত চাঞ্চল্য ছড়ি পড়ে। জানা গেইছে এইদিন সইন্ধ্যার সমায় পথ চলতি মানষিগিলা সড়কের বগলত ব্যক্তির দেহ পড়ি থাকির দেখিয়া খবর দেয় মেটেলি থানার পুলিশক। পুলিশ আসিয়া দেহ উদ্ধার করি চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালত নিয়া গেইলে কর্তব্যরত চিকিৎসক উয়াক মৃত বুলিয়া ঘোষণা করে। মৃত ব্যক্তির দেহ বৃহস্পতিবার ময়নাতদন্তের বাদে জলপাইগুড়ি সদর হাসপাতালত প্যাঠে দেওয়া হবে। তবে দুর্ঘটনা নাকি অইন্য কিছু তা খতিয়ে দেখিবার ধরিছে পুলিশ। মৃত ব্যক্তির নাম আর পরিচয় জানিবার চেষ্টা চালের ধরিছে পুলিস।

Spread the love